সিলেটের জনপ্রিয় ধামাইল শিল্পী দিতি দাসের কন্ঠে রিলিজ হতে যাচ্ছে "মনোহরা মোহন বাঁশি" ধামাইল গান, গানটি লিখেছেন দীনহীন সুরঞ্জিত পাল । এমবি গ্যালারী প্রোডাকশনে অতি সুন্দর ভাবে নির্মান করা হয়েছে অডিও ও ভিডিও, প্রযোজনা করছেন সুপ্রভা রানী কর ।
আসছে দীনহীন সুরঞ্জিত পালের লেখায় সিলেটি ধামাইল গান।
সব দেখা :
261




গানটি রিলিজ হবে আগামী ০৪ নভেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মোহিনী গ্যালারী ( Mohini Gallery ) ইউটিউব চ্যানেলের ব্যানারে ।
সার্বিক সহযোগিতায় রয়েছেন আর.কে বাবু ও রন্টু চক্রবর্ত্তী ।
গীতিকবি দীনহীন সুরঞ্জিত পাল ধারাবাহিক ভাবে সিলেটি ধামাইল গান উপহার দিয়ে যাচ্ছেন, তার মধ্যে খুব বেশি শ্রোতাপ্রিয় হয়েছে "সাজাও কুঞ্জ নিশি গত হইয়া যায়" ধামাইল গান'টি ।
মনোহরা মোহন বাঁশি, নিয়েও আশাবাদী গানটির সংশ্লিষ্ট সকল ।