আইপিএলের নিলামে চার বাংলাদেশি

সব দেখা : 71
প্রসারিত করো ছোট করা পরে পড়ুন ছাপা

আইপিএলের আগামী আসরে খেলতে আগ্রহী ছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। কিš‘ মঙ্গলবার প্রকাশিত নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের চারজনÑসাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

চারজনের মধ্যে শুধু সাকিবেরই আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। গতবার নিলামে দল না পাওয়া বাংলাদেশের এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার এবার আছেন দেড় কোটি র“পি ভিত্তিমূল্যের শ্রেণিতে। আর লিটন, তাসকিন ও আফিফ আছেন ৫০ লাখ র“পির শ্রেণিতে।

এছাড়া বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে এবারও ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।

৯৯১ জনের প্রাথমিক তালিকা থেকে ৪০৫ জনের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের নাসুম আহমেদ ও শরীফুল ইসলামের। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে

আরো দেখুন

সর্বশেষ ফটো