চিত্রনায়িকা পলি এবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে রাজনৈতিক কোননো দলের হয়ে নয়। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। পলি লিপু–জাহান পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন বলে জানিয়েছেন। পলি জানান, ২৫ ডিসেম্বর এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানেই অংশ নিবেন তিনি। এরইমেধ্যে নির্বাচনি ব্যস্ততায় দিন কাটছে এ নায়িকার। খুলনার মেয়ে পলি ২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ ছবিতে প্রয়াত তারকা নায়ক মান্না’র নায়িকা হিসেবে অভিষিক্ত হন।এ ছবির মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর তিনি ১১৩ টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, আমিন খান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি।
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি





তার অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবি হলো – যুদ্ধে যাবো, ক্ষত বিক্ষত, মানিক বাদশা, এলাকার ত্রাস, কঠিন পুরুষ, জঙ্গল, দুর্ধর্ষ, অশান্ত বাদশা, রাস্তা, জাল, বাংলার বাঘ ইত্যাদি। এবারের ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে পলি বলেন, আমি ব্যক্তিগত ভাবে ফিল্ম ক্লাবসহ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব, ক্যাপিটাল ক্লাব, জয়ন্টা ক্লাব, লেডিস ক্লাব, কুষ্টিয়া ক্লাব ও খুলনা ক্লাবের মেম্বার। ক্লাব কালচার আমি খুব এনজয় করি। আর যেহেতু ফিল্ম ক্লাব আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজনের প্রতিষ্ঠান। অতীতে এখানে চিত্রনায়িকা মৌসুমী, পপি ও রত্না নির্বাচনে অংশ নিয়েছেন। তাই ভাবলাম এবার আমিও নির্বাচন করি। ক্লাব মেম্বারদের সঙ্গে ব্যক্তিগত একটা আত্মিক টানও আমার ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার অন্যতম একটা কারণ।