মানুষ হিসাবে কেউ সপ্ন দেখে না বা সপ্ন দেখতে ভালোবাসে নাহ এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। একজন মানুষ হিসাবে শেখ আলভী রাজন ও তার ব্যতিক্রম নাহ- শেখ আলভী রাজন এর তৈরী Online Satkhira অ্যাপটিকে আপনাদের জীবনকে আরো সহজ ও সুন্দর কারর লক্ষ্যে কাজ করছে।
সাতক্ষীরা বাসীকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলো বঙ্গ একাডেমির ছাত্র শেখ আলভী রাজন





আ্যপটা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। যে সব সেবা সমূহ পাওয়া যাবে এই এ্যাপের মাধ্যমেঃ ★ আপনাদের পছন্দের ডাক্তারদের সিরিয়াল নাম্বার। ★ বিভিন্ন ফার্মাসিতে যোগাযোগ করে ঔষধ সহ আপনার প্রয়োজনীয় মেডিসিন নিয়ে আসা।
★জরুরি এম্বুলেন্স এর যোগাযোগ নাম্বার। (২৪) ঘন্টা) ★ফায়ার সার্ভিস এর জরুরি যোগাযোগ নাম্বার। (২৪ ঘন্টা) ★কুরিয়ার সার্ভিস এর যোগাযোগ নাম্বার। ★সাতক্ষীরা সংলগ্ন মেডিকেল এবং ডায়াগনস্টিক সেন্টারের যোগাযোগ নাম্বার। ★সাতক্ষীর আওতাধীন থানা (সাতক্ষীরা থানা) যোগাযোগ নাম্বার।
★জরুরি প্রয়োজনে ইলেকট্রিশিয়ান এর নাম্বার। ★রেস্টুরেন্ট সেবা। (প্রক্রিয়াধীন) ★কমিউনিটি সেন্টার সেবা। (প্রক্রিয়াধীন) ★বাজার ভিত্তিক সেবা। (প্রক্রিয়াধীন) ★ইন্টারনেট সেবা। (প্রক্রিয়াধীন) ★স্কুল ভিত্তিক সেবা। (প্রক্রিয়াধীন) ★ধর্মীয় সেবা। (প্রক্রিয়াধীন) ★আবাসিক - অনাবাসিক হোটেল সেবা।
(প্রক্রিয়াধীন)
★গৃহ শিক্ষক সেবা। (প্রক্রিয়াধীন)
★যাতায়াত সেবা। (প্রক্রিয়াধীন)
★জন্ম সনদ সেবা।
★মৃত্যু সনদ সেবা।
★জাতীয় শিক্ষাবোর্ড এর রেজাল্ট ভিত্তিক সেবা।
★সাতক্ষীরা দর্শনীয় স্থান ভিত্তিক এবং সরকারি বিভিন্ন সংস্থা এবং উনাদের যোগাযোগ নাম্বার ইত্যাদি।