সজিব শানের “কন্যারে”

সব দেখা : 62
প্রসারিত করো ছোট করা পরে পড়ুন ছাপা

প্রযোজনা প্রতিষ্ঠান “এস কে প্লাস মিউজিক ” অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে “কন্যারে” শিরোনামের নতুন একটি গান । গানটি গেয়েছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী জনপ্রিয় কণ্ঠশিল্পী সজিন শান ।

” কন্যারে” গানটি লিখেছেন এন আই সোহাগ ও সুর করেছেন পলক হাসান সুমন , এবং গানটিতে মিউজিক দিয়েছেন সংগীত পরিচালক শাহিন। গানটিতে খুব সুন্দর ভিডিও ধারন করা হয়েছে। এতে অভিনয় করেছেন মহি চৌধুরী এবং প্রিয়া চৌধুরী

এ বিষয়ে কন্ঠ শিল্পী সজিব শান বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে। বর্তমান প্রজন্মের জন্য গান’টি গেয়েছি এবং ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি, সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে চাই।

আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই পরিশেষে বাংলা গান শুনুন এবং শ্রদ্ধাতার সঙ্গে সাথে থাকু।

এ পসঙ্গে প্রয়োজনা প্রতিষ্ঠানের কর্নধার সুমন বলেন, সজিব শান একজন ভালো মানের কণ্ঠশিল্পী সে বরাবরই ভালো গাওয়ার চেস্টা করে, এবারো ভালো গেয়েছে গানটি খুবই ভালো হয়েছে। আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।

গানটির গীতিকবী এন আই সোহাগ জানান, শ্রোতারা গানটি কিভাবে নিবে বলতে পারবো না সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কথামালা সাজানোর। পর্যায়ক্রমে গানটির সব কাজ সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছে , সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আমরা গানটি প্রকাশ করবো । সজিব শান ও অনেক দরদ দিয়ে গেয়েছেন। সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার পেতে যাচ্ছি আমরা।

আরো দেখুন

সর্বশেষ ফটো