অগ্নীদদ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল দুপুরে তাকে আইসিইউ তে নেওয়া হয়েছে।ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান
অগ্নীদগ্ধ অভিনেত্রী শারমিন আাঁখির অবস্থার অবনতি

সব দেখা :
22




শারমিন আঁখি এখনো আইসিইউতেই আছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।গতকাল দুপুরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, জ্বরও ছিল। গত শনিবার মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে দগ্ধ হন শারমিন আঁখি। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পাসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্লাজমা দিতে হয়েছে।