ভালোবাসা দিবসের নাটক “গল্পটা মজনু’র”

সব দেখা : 36
প্রসারিত করো ছোট করা পরে পড়ুন ছাপা

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হলে নাটক “গল্পটা মজনু’র”। “আর্ট বক্সের ” ব্যানারে নাটকটি নির্মান করেন সামছুল হুদা।

 নাটকটিতে অভিনয় করেছেন আল আমিন,সনিকা,আসিফ ও আবুল হোসেন মজুমদার। 

নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ভালোবাসার ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই নাটকটি। আশাকরি দর্শকরা নাটকটি দেখলে ভিন্নতা পাবে। 

নাটকটি আগামী ৬ই ফেব্রুয়ারি “আর্ট বক্স” ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

আরো দেখুন

সর্বশেষ ফটো