সাধারণ পরিবারে জন্ম নেয়া মেধাবী ছেলে ফজলুল হক। যে পরিবারের কেউই সিনেমা বা মিডিয়ার সঙ্গে জড়িত না। সে পরিবারের ছেলেটি একদিন যোগ দিলো স্থানীয় এক থিয়েটারে। প্রচণ্ড আগ্রহ, পরিশ্রম ও ভালোবাসা নিয়ে রপ্ত করলো অভিনয়।
‘সুপারস্টার নয়, প্রিয় হতে চাই’





প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের সর্বশেষ ছবি ‘রানওয়ে’তে অভিনয়ের মধ্য দিয়ে তিনি 'ন্যাচারাল অভিনেতা' খ্যাতি অর্জন করলেন। মঞ্চে নিয়মিত অভিনয় চর্চা ও শো-এর মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানোর অব্যাহত যাত্রায় নিয়োজিত থাকলেন। তথাকথিত ফলোয়ারের যুগে পিছিয়ে থাকলেও এগিয়ে রইলেন অসাধারণ অভিনয় নিয়েই৷ খন্দকার সুমন পরিচালিত গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র 'সাঁতাও'-এ ফজলুল হকের অভিনয় এবারও দর্শকের হৃদয়ে সাড়া জাগিয়েছে। অভিনয়ে সকলকে বিমোহিত করেছেন ।
'সাঁতাও' ইতিমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত 'আমার ভাষার চলচ্চিত্র উৎসব'-এ 'শ্রেষ্ঠ শব্দশৈলী' বিভাগে পুরস্কার জিতেছে 'সাঁতাও'। এটি প্রদর্শিত হয়েছে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ভূয়সী প্রশংসাও অর্জন করেছে। সম্প্রতি নেপালের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে 'সাঁতাও’।
আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যাল অব ত্রিশূল (ইন্ডিয়া)তে মনোনীত হয়েছে।
আগামী ৩ থেকে ১০ মার্চ ভারতের কেরল প্রদেশের ত্রিশূল শহরে অনুষ্ঠিত হবে উৎসবের ১৮ তম এই আসর।
কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে ‘সাঁতাও’।
এর মূল চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক ও আইনুন পুতুল। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন। প্রযোজক শরীফুল উল আনোয়ার সজ্জন, নির্বাহী প্রযোজক মানিক বাহার।

রূপালী পর্দার এই সম্ভাবনাময় তরুন অভিনয় করেছেন আবু শাহেদ ইমনের জালালের গল্প, মৃত্তিকা গুনের কালো মেঘের ভেলা, প্রসূন রহমানের ঢাকা ড্রিম চলচ্চিত্রে। এছাড়াও খন্দকার সুমনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পৌণঃপুনিক', জায়েদ সিদ্দিকীর দাঁড়কাক, রাকায়েত রাব্বির মানুষ মানুষের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ফজলুল হক বলেন, সুপার স্টার হওয়ার ইচ্ছা কখনো আমার ছিলো না। এখনো নেই৷ একজন 'প্রিয় অভিনেতা' হিসেবে সকলের হৃদয়ে চিরকাল ঠাঁই পেতে চাই- এইটুকুই চাওয়া। যা হবে আমার জীবনের সার্থকতা, পরম প্রাপ্তি।