‘অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি’

সব দেখা : 60
প্রসারিত করো ছোট করা পরে পড়ুন ছাপা

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ১৪ বছর বয়সে নায়িকা হয়েছেন পূজা চেরী। প্রযোজনা প্রতিষ্ঠানটির পোড়ামন ২, দহন ও নূর জাহান ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। প্রথম তিন ছবি দিয়েই আলোচনয় আসেন তিনি। পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা।

এদিকে পূজা আবারও জাজে ফিরতে চাইছেন। তাই ক্ষমা চেয়ে সোমবার দুপুরে পূজা ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ।কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।

আরো দেখুন

সর্বশেষ ফটো