চিরনিদ্রায় ব্যারিস্টার নাজমুল হুদা

সব দেখা : 100
প্রসারিত করো ছোট করা পরে পড়ুন ছাপা

চার দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা

 গতকাল গ্রামের বাড়ি দোহারের শাইনপুকুর মিয়াবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রথমে ঢাকার ধানমণ্ডি বায়তুল আমান জামে মসজিদ ও পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই রাজনীতিকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি দোহারের শাইনপুকুর মিয়াবাড়িতে নেয়া হয় মরদেহ। দুপুর ২টায় সেখানে স্বজন ও এলাকাবাসী ও রাজনীতিবিদদের দেখার সুযোগ দিয়ে বেথুয়া পাহারবাড়ী নেয়া হয় ব্যারিস্টার নাজমুল হুদার কফিন। সেখান থেকে বিকাল ৪টায় দোহারের  সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হয়। বহু মানুষের উপস্থিতিতে এখানে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সর্বশেষ পদ্মা সরকারি কলেজ মাঠে তার ৪র্থ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সময় তাকে একনজর দেখতে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেনপ্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামন তরুণ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ সর্বস্তরের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। 

সালমান এফ রহমান জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকে আমাদের জন্য খুবই দুঃখের দিন।

আরো দেখুন

সর্বশেষ ফটো