ফরিদপুরের মধুখালীতে অভিনয় শিল্পীদের উপর ইভটিজিং ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একদল নাট্যকর্মী।
ইভটিজিং ও সন্ত্রাসী হামলার শিকার শফিকুল শিল্পী গুষ্টি , শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ





বুধবার বিকাল ৫ টায় মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামে নাট্যকর্মী মোঃ শফিকুল ইসলাম ও তার দল নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে তিনি নাটক, শর্টফ্লিম ও ইউটিউবে কাজ করে থাকেন।
এ জন্য নিজ এলাকায় গ্রামের সুটিংয়ের শর্ট নিতে তার বাড়িতে ঢাকা থেকে বিভিন্ন অভিনয় শিল্পীরা আসেন। ব্রাক্ষনকান্দা গ্রামের কামাল শেখ ও লালন শেখ অভিনয় শিল্পীদের কুপ্রস্তাব ও উত্তক্ত করার চেষ্টা করলে
তার প্রতিবাদের কারনে মঙ্গলবার সন্ধা ৭ টায় কামাল ও লালন শেখ সহ তাদের সন্ত্রাসী বাহিনী ব্রাক্ষণকান্দা বাজার থেকে আমার লোকদের উপর অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে আমি মধুখালী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছি।
আমি ও
শিল্পী গুষ্টি সহ এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের শাস্তির আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন শফিকুল শিল্পী গুষ্টি সহ এলাকাবাসী।